পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ

0
63
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ

পাকিস্তান মুসলিম লিগ-(নওয়াজ) নেতা শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আজ (সোমবার) বসছে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন। এতে শেহবাজ হতে যাচ্ছেন পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী।

রোববার তিনি প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। একইদিনে ক্ষমতাচ্যুত ইমরান খানের দল পিটিআই’য়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিও মনোনয়ন জমা দেন। এক্ষেত্রে শেহবাজের প্রধানমন্ত্রী হওয়া এখন অনেকটাই নিশ্চিত।

স্থানীয় সময় বেলা ২টার দিকে জাতীয় পরিষদের এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। খবর দ্য ডন অনলাইনের।

৭০ বছর বয়সী শেহবাজ পাঞ্জাবের তিনবারের মুখ্যমন্ত্রী। এছাড়া, শেহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর বর্তমান সভাপতি।

সংসদে অনাস্থা ভোটে হেরে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পরদিন রোববার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নামেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।