পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার

0
35
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হেরেছে ৪ উইকেটে। মিরপুরের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১২৭ রান।

দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে কোণঠাসা করে রেখেছিল বাংলাদেশ দল। শেষ ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ রান। ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান শাদাব খান এবং মোহাম্মদ নেওয়াজ। এ ম্যাচে শেষ দিকে এসে খেই হারাল স্বাগতিকরা। আর কোন উইকেট না হারিয়ে ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পাকিস্তানের।

১২৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান। হারায় ৬ উইকেট।