আগামী বছর থেকে আর পাওয়া যাবে না শিশুদের যত্নে সারাবিশ্বের মায়েদের বহুল ব্যবহৃত জনসন অ্যান্ড জনসন কোম্পানির ট্যালকম পাওডার।
কারণ ২০২৩ সাল থেকে এই পণ্য বিক্রি বন্ধ করে দিতে চলেছে জনসন অ্যান্ড জনসন সংস্থা। দু’ বছর আগেই আমেরিকাতে বন্ধ হয়ে গেছে শিশুদের জন্য এই পণ্য।
জানা গেছে, গ্রাহক নিরাপত্তা সংক্রান্ত বহু মামলার ঝামেলায় পড়তে হয়েছে জনসন সংস্থাকে। ২০২০ সালে সংস্থাটি জানিয়ে দিয়েছিল, এই বেবি পাওডার আমেরিকা এবং কানাডায় বিক্রি বন্ধ করবে। কারণ হিসেবে তারা জানায়, এই প্রোডাক্টের নিরাপত্তা নিয়ে নানা ধরনের ভুল তথ্য ছড়িয়েছে বাজারে, যার ফলে এর চাহিদা কমে গেছে অনেকটাই।
জনসন সংস্থার বিরুদ্ধে এই বেবি পাওডার নিয়ে মোট ৩৮ হাজার মামলা হয়েছে। এর বেশিরভাগেরই দাবি, এই ট্যালকম প্রোডাক্ট ব্যবহারে ক্যানসার হয়েছে। কারসিনোজেন নামে এক চেনা অ্যাসবেস্টস দূষিত হওয়াতেই নাকি ক্যানসার হয়েছে।
যদিও জনসন অ্যান্ড জনসন সংস্থার তরফে এই দাবি অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, দশকের পর দশক বৈজ্ঞানিক পরীক্ষা এবং নিয়ামক সংস্থার অনুমোদন বুঝিয়ে দেয় যে এই ট্যালকম নিরাপদ এবং এতে অ্যাসবেস্টস নেই।