পরীমণির বিরুদ্ধে মাদক মামলা চলবে কি না, শুনানি ৯ জানুয়ারি

0
98
পরীমণির বিরুদ্ধে মাদক মামলা চলবে কি না, শুনানি ৯ জানুয়ারি
পরীমণির বিরুদ্ধে মাদক মামলা চলবে কি না, শুনানি ৯ জানুয়ারি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদক মামলা চলবে কি না, সে বিষয়ে শুনানি পিছিয়ে ৯ জানুয়ারি ঠিক করেছে আপিল বিভাগ।

সোমবার (২ জানুয়ারি) জ্যেষ্ঠ বিচারপতি মোঃ নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ শুনানির এ দিন ঠিক করে।

গত বছরের ৭ মার্চ পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেনো বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ। পরবর্তীতে হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার জজ আদালত।