পবিত্র হজ পালন করতে গিয়ে ৪৭ বাংলাদেশির মৃত্যু

0
25
পবিত্র হজ পালন
হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫১ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুুরুষ ৩৬ এবং নারী ১১ জন।

সোমবার (২৩ মে) রাতে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হজ পালন শেষে এ পর্যন্ত ১৪ হাজার ৮১৬ হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ৩৮টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, সৌদি এয়ারলাইনসের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৫টি ফ্লাইট পরিচালনা করে।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়।