কোনো পরিস্থিতিতেই পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

0
69
কোনো পরিস্থিতিতেই পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
কোনো পরিস্থিতিতেই পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানিয়েছেন, পদত্যাগ করার কোনো পরিকল্পনা আপাতত তার নেই। গোতাবায়ার নেতৃত্বাধীন সরকারের চিফ হুইপ জনস্টোন ফার্নান্দো বুধবার পার্লামেন্টের আইন প্রণেতাদের এ তথ্য জানিয়েছেন। ফার্নান্দো বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট বলেছেন, তিনি একটি দায়িত্বশীল সরকারের প্রধান নির্বাহী এবং কোনো পরিস্থিতিতেই তিনি পদত্যাগ করবেন না।’

গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে চলছে প্রবল জন বিক্ষোভ, সাথে দেখা দিয়েছে বিদ্যুৎ, খাদ্য, গ্যাসসহ জরুরি পণ্যের তীব্র সংকট। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এবারেই সবচেয়ে বড় সংকটকাল অতিবাহিত করছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি। বিক্ষোভের মুখে দেশটির প্রায় সব মন্ত্রী এবং বেশ কিছু সংসদ সদস্য পদত্যাগ করলেও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগ করতে নারাজ।

এর আগে অর্থমন্ত্রীর পদত্যাগ ও দলীয় বেশ কিছু এমপির দলছাড়ার প্রেক্ষাপটে মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজাপাকসে জরুরি আইন তুলে নেন। নিজের বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভের জের ধরে তিনি শুক্রবার (১ এপ্রিল) জরুরি অবস্থা জারি করেছিলেন।

দেশটিতে খাদ্য, জ্বালানিসহ নিত্যপ্রোয়োজনীয় পণ্য ক্রয়ের মতো বৈদেশিক মুদ্রা নেই। বিদ্যুৎ ঘাটতিতে টানা ১৩ ঘণ্টার মতো লোডশেডিং, ভয়াবহ মূল্যস্ফীতি ও খাদ্যসহ মৌলিক পণ্যগুলোর ঘাটতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।