পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে

0
68
পঞ্চগড়
পঞ্চগড়ে আজকের তাপমাত্রা ১১.৮ ডিগ্রি

হিমালয় কন্যা পঞ্চগড়ে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। শুক্র ও শনিবার বৃষ্টির পর রোববার থেকে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

দুই দিন ধরে বিকেলের পর থেকে কুয়াশা শুরু হয়। রাতভর টিপটিপ করে বৃষ্টির মতো ঝরে কুয়াশা। দুপুরের দিকে কিছু সময় রোদের ঝলক দেখা গেলেও তাপ ছড়ানোর আগেই আবারও ঘন কুয়াশায় ঢেকে যায় আকাশ।

রোববার সর্বোচ্চ (দিনের তাপমাত্রা) তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা আর ঘন কুয়াশায় দুর্ভোগে রয়েছেন দুস্থ ও খেটে খাওয়া মানুষ। স্থবিরতা দেখা গিয়েছে জনজীবনে

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, শুক্র ও শনিবার বৃষ্টির পর রোববার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।