পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

0
24
তেঁতুলিয়া
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

ধীরে ধীরে শীতের দাপট বাড়ছে সারাদেশে। এর মাঝেই দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। গত কয়েকদিনের সকল রেকর্ড ছাপিয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রায় পৌঁছায় জেলাটি।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আবহাওয়ার এ তথ্যটি জানিয়েছেন।

এই কনকনে শীতে থেমে নেই খেঁটে খাওয়া সাধারণ মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই সকাল সাড়ে ৭টা থেকে কাজে বেরিয়ে যেতে দেখা যায় এ অঞ্চলে পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবী মানুষদের।