নৌপথে ফেরি সংকট

0
98
নৌপথে ফেরি সংকট
নৌপথে ফেরি সংকট

নৌপথে ফেরি সংকট। শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ না বাড়তেই হিমশিম অবস্থা। এখনই ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় দেখা দিতে পারে বিপর্যয়।

সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা চলছে।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ট্রাফিক পরিদর্শক এস এম জিয়াউল হায়দার বলেন, যে পরিমাণ গাড়ি আমাদের এই ঘাট দিয়ে পারাপার হয় সে তুলনায় ফেরির সংখ্যা কম। ৪টি ফেরি দিয়ে মূলত ঘাট চালানো লাগতাছে, সে কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

নৌপথে ফেরি সংকট

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, শিমুলিয়া থেকে মাঝিরকান্দি যে রুটটা সেখানে একটি মাত্র ফেরিঘাট ছিল। এখন আমরা আরেকটি ফেরিঘাট করছি এবং যাতায়াতের সুবিধার জন্য লঞ্চ ঘাটটাকেও আমরা স্থানান্তর করছি।

শিমুলিয়া থেকে শুধু যাত্রী পারাপার করছে ৮৭ লঞ্চ ও ১৫৩টি স্পিডবোট।