নৌকায় ভোট দেওয়ায় রংপুরে দূর হয়েছে মঙ্গা: শেখ হাসিনা

0
46
করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছেঃ প্রধানমন্ত্রী
করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছেঃ প্রধানমন্ত্রী

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আর নৌকায় ভোট দেওয়ার ফলেই রংপুরের মঙ্গা দূর হয়েছে ও কর্মসংস্থান বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশে আর কেউই ভূমিহীন থাকবে না আর দেশের উন্নয়নে এ অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।

রোববার (১৬ জানুয়ারি) সকালে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকারের উন্নয়নমুখী নানা কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। সারা দেশের উন্নয়নের এ অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।

এক ছাদের নিচেই বিভাগীয় প্রশাসনের সব অফিস রেখে ১০ তলা অত্যাধুনিক ভবন। দেশের আটটি বিভাগের মধ্যে প্রথম বিভাগীয় এই সদর দফতর করা হয়েছে রংপুরে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও এক জায়গা থেকে সব রকম সেবা দিতে বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার সফল বাস্তবায়নের লক্ষে প্রথম নির্মিত বিভাগীয় সদরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে তৃণমূল মানুষের কাছে সব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে সরকার।

নৌকায় ভোট দেওয়ায় রংপুরে দূর হয়েছে মঙ্গা: শেখ হাসিনা