নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

0
72
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল আল আরাবি ওয়াফি (১০) নামের ৪র্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের লাতু কমিশনার বাড়িতে এ ঘটনা ঘটে। সে নোয়াখালী পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ও মৃত নাবিল আল আরাবি ওয়াফি নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের লাতু কমিশনার বাড়ির মো. সানা উল্লাহ সোহেলের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে বাড়ির সামনে থাকা বিদ্যুতের স্টিলের খুটি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃতের চাচা মো. নয়ন বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগকে পুরাতন খুটি সরাতে বলা হলেও তারা সরান নাই। এছাড়াও তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিসে ফোন করলেও তারা লাইন বন্ধ করে নাই। পরে অফিসে গিয়ে বলার পর লাইন বন্ধ করে। 

নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের পরিবারের সাথে কথা বলেছি। এ বিষয়ে বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। বর্তমানে লাশ বাড়িতে রয়েছে।