গতকাল সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় নেপালের প্রধানমন্ত্রী কে পি প্রসাদ শর্মাকে উপহার হিসেবে মৌসুমি ফল ১০০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমগুলো নিয়ে একটি পিকআপভ্যান বাংলাবান্ধা-ভারতের ফুলবাড়ী বন্দর দিয়ে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করে।
এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বেনজির আহম্মেদ, বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তারা।
জানা গেছে, দাশ অ্যান্ড সন্স নামে সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে একটি পিকআপে ১০০ কার্টুনে করে এসব আম পাঠানো হয়।