![নিবন্ধনের পর টিকার এসএমএস-এর অপেক্ষায় ২ কোটি মানুষ টিকা অধ্যাপক ডা. নাজমুল ইসলাম](https://oporazoya24.com/wp-content/uploads/2021/09/Untitled-1-34-696x377.jpg)
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নিবন্ধন করার পর যারা দীর্ঘ সময় টিকার এসএমএস-এর অপেক্ষা করছেন, তারা শীঘ্রই আশার বাণী শুনতে পাবেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম ভার্চ্যুয়াল বুলেটিনে টিকা সম্পর্কিত এসব তথ্য জানান।
তিনি বলেন, এর মধ্যে টিকার জন্য নিবন্ধনের সংখ্যা চার কোটি ছুঁই ছুঁই। এ পর্যন্ত দেশে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ১ কোটি ৯৮ লক্ষ ৪১ হাজার ২৯২ জন। দ্বিতীয় ডোজ টিকা সমাপ্ত করেছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।
তিনি আরও বলেন, বিভিন্ন টিকাদান কেন্দ্রের যে ধারণ ক্ষমতা, তার থেকে অনেক বেশি টিকা নেওয়ার জন্য নিবন্ধন করা হয়েছে। আমরা চেষ্টা করছি সেগুলোর সমাধান করতে, কিন্তু বাস্তবতা হচ্ছে, একটি টিকাদান কেন্দ্রে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ টিকা দেওয়া যায়।
তার থেকে বেশি টিকা দিতে গেলে হয়তো আমাদেরকে অনেক ক্ষেত্রেই আপোষ করতে হবে, সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও রয়েছে। সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি, আশা করছি এই বিষয়ে সহসাই আশার বাণী শোনাতে পারবো।