নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন সাজিথ প্রেমাদাসা

0
54
নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন সাজিথ প্রেমাদাসা
নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন সাজিথ প্রেমাদাসা

আগামীকাল বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এর আগেই নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা।

যদিও জানা গেছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তিনি।

শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে থাকা প্রার্থী সাবেক সাংবাদিক ৬৩ বছর বয়সী দুল্লাস আলাহাপেরুমাকে সমর্থন দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ জুলাই) প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত প্রার্থী বাছাইয়ের জন্য পার্লামেন্ট অধিবেশন বসে। সেখানেই প্রেমাদাসা তার সিদ্ধান্তের কথা জানান।

এর আগে তিনি টুইটারে বিষয়টি জানিয়ে দেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। আমাদের জোট এবং আমাদের বিরোধী অংশীদাররা দুল্লাসকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে’।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেও এই পদের জন্য লড়বেন।