নিজেকে কারিনা দাবি করেন সাবিলা নূর

0
141

গ্যারেজের মহাজনের মেয়ে হয়েও নিজেকে কারিনা দাবি করেন। অতি সুন্দরী হওয়ায় সুলতানা মনে করেন তিনিও নায়িকা কারিনার মতো।

আসছে ভালোবাসা দিবসে ‘টিপু সুলতানা’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূরকে।

এদিকে ড্রাইভার টিপু একজন রাগী প্রকৃতির এবং যাত্রীদের সাথে তিনি সবসময় রেগে কথা বলেন। যার কারণে সব সময় ঝগড়াঝাঁটি লেগেই থাকে।

অপরদিকে সিএনজি গ্যারেজে টাকা জমা দেয়া নিয়ে দায়িত্বরত সুলতানার সাথে টিপুর ঝগড়া চলতেই থাকে। নাটকে টিপু চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।

সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।

সাবিলা বলেন, দারুণ একটি মজার গল্প দর্শক এতে দেখতে পাবেন। আমার চরিত্রেও বেশ বৈচিত্রতা আছে। বলা যায়, এটি একেবারেই আলাদা গল্পের একটি বিশেষ নির্মাণ।