নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের জয়ের ইতিহাস

0
30
নিউজিল্যান্ডের মাটিতে
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের জয়ের ইতিহাস

নিউজিল্যান্ডের মাটিতে নয় উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যেদিয়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করে টাইগাররা।

শনিবার (২৩ ডিসেম্বর) নিউজিল্যান্ডের নেপিয়ারে ৯ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। মাত্র ৯৯ রানের লক্ষ্যে ১ উইকেট হারিয়ে ১৫.১ ওভারেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫১ রান করে অপরাজিত থেকেছেন নাজমুল হোসেন শান্ত। শেষ ওয়ানডে ম্যাচে জয়ের মুখ দেখলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।