
রামিসা মালিহা খালা সাদিয়া আলমকে নিয়ে করোনাকালে ‘হোম ডেলিভারি’ নামে খাবারের পেজ করেন। বেশ ভালো সাড়া পান তারা। পাশাপাশি জুয়েলারি সামগ্রিও আছে তাদের। এবার তাদের ইভেন্ট ম্যানেজম্যান্ট উদ্বোধন করার জন্য পূর্বাচলের ৩০০ ফুট রোডে অবস্থিত মেহেদি ফুড কোডে নারী উদ্যোক্তাদের নিয়ে এক মেলার আয়োজন করেন।
গতকাল বেশ কিছু নারী উদ্যোক্তা পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আয়োজিত মেলায় সাজিয়ে বসেছেন তাদের পসরা। বাধা পেরিয়ে তারা নিজেদের লক্ষ্য ঠিকই অর্জন করেছেন। এমনই একজন রাইয়ান। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন।
করোনাকালে লকডাউন চলার সময় যখন ঘরে বসে বসে ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, তখনই কিছু করার আশায় অনলাইনে ইউফোরিয়া গ্লোরি অফ এলিগ্যান্স নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে কাপড়ের ব্যবসা শুরু করেন। নিশাত ইসলাম ফেব্রুয়ারি থেকে শুরু করেন মেয়ে হয়ে ছেলেদের পোশাক নিয়ে কাজ। ব্যবসা বেশ ভালোই চলছে।
তার পেজকে পরিচিত করতেই এসেছেন। মেলায় অনলাইন নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনের মেলায় বসেছে ১২টি স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা সবার জন্য। এখানে পাওয়া যাবে আচার, পিঠা, দুপুরের খাবার, হালকা খাবার, চা-কফি, ভেজালমুক্ত প্রাকৃতিক সরিষার তেল, জুয়েলারি, পোশাক, কসমেটিকসসহ নিত্যব্যবহার্য পণ্য।