করোনার কারণে ২০২০ সালের স্থগিত নারীদের এশিয়া কাপের পরবর্তী আসর হবে বাংলাদেশের সিলেটে। সপ্তম আসরের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। চলতি বছরের ১ থেকে ১৫ অক্টোবর টুর্নামেন্টটি হবে সিলেটে। মূলত চীনে এশিয়ান গেমস স্থগিত হওয়ায় দুই মাস এগিয়েছে এ আসরের শিডিউল। এসব তথ্য জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
মালয়েশিয়ায় ২০১৮ সালে টাইগ্রেসদের এশিয়া কাপ জয় বাংলার ক্রিকেটের জন্য বড় অর্জন। ছেলেরা এখনও করতে পারেনি যা, কিনরারা একাডেমি ওভালে তাই করেছে লাল সবুজের নারীরা। সঙ্গে স্বপ্ন করেছে আরও চওড়া, সুযোগ এসেছে আরও একদফা।
করোনার কারণে ২০২০ সালের স্থগিত নারীদের এশিয়া কাপের পরবর্তী আসর হবে বাংলাদেশের সিলেটে। তবে সেখানেও আছে করোনারই অবদান। সেপ্টেম্বরে হ্যাংঝুতে হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। কিন্তু চীনে কোভিডের প্রকোপ বাড়ায় আপাতত স্থগিত হয়েছে আসরটি। তাই ফাঁকা এ সময়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে একমত হয়েছে এসিসি।
এ সম্পর্কে নাদেল বলেন, এশিয়ান গেমস স্থগিত হওয়ায় আমাদের এশিয়া কাপ আয়োজনের সুযোগ এসেছে। এ আসরটি বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হবে! অক্টোবরের ১ তারিখ থেকে এ টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে। বিষয়টি মোটামুটি চূড়ান্ত। গ্রাউন্ড ওয়ানে খেলা হবে। আর গ্রাউন্ড টুতে অনুশীলন হবে।
টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় টাইগ্রেসদের নিয়ে বেড়েছে প্রত্যাশা। পরিকল্পনা আছে বিসিবিরও। কোচিং স্টাফেও আভাস মিলছে রদবদলের। কথা হচ্ছে একাধিক বিদেশি কোচের সঙ্গে।
নাদেল বলেন, আমাদের পরিচিত কন্ডিশন। টাইগ্রেসরা এ প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। আশা করি খুব দ্রুত আমরা কোচদের নাম প্রকাশ করতে পারব।