নাট্য অভিনেতা সাগর হুদা আর নেই

0
90
নাট্য অভিনেতা সাগর হুদা আর নেই
নাট্য অভিনেতা সাগর হুদা আর নেই

অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর পাঁচটার দিকে কুষ্টিয়ায় মারা যান তিনি। তার মরদেহ এখন ঢাকায় আনা হচ্ছে। আজ বাদ আসর ধানমণ্ডি ৭ নম্বার মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অভিনেতার বড় ভাই কাজী তপন।

চিকিৎসকের বরাত দিয়ে তপন জানান, ‘ভোর সোয়া পাঁচটার দিকে মারা গেছেন তিনি। সবাই সাগরের জন্য দোয়া করবেন।’ মাবরুর রশিদ বান্নাহর শতাধিক নাটকে অভিনয় করেছেন সাগর হুদা।

তার মৃত্যুর খবরে শোকে মুহ্যমান নাটকপাড়া। নির্মাতা ও সহকর্মীরা শোক প্রকাশ করছেন সাামজিক যোগাযোগ মাধ্যমে। এই অভিনেতাকে নিয়ে একাধিক কাজ করা নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তার নাটকের মাধ্যমেই টিভি নাটকে অভিনয় শুরু সাগর হুদার।

বান্নাহ বলেন ‘এটা অবিশ্বাস্য। মানতেই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আপন ভাইকে হারালাম। সাগর ভাইয়ের পেশা ব্যবসা হলেও তিনি কিন্তু মঞ্চে অভিনয় করতেন, আবৃত্তিও করতেন। অভিনয়ে অনেক পরে যুক্ত হলেও অভিনয় জেনে এসেছিলেন। অল্প সময়ে অভিনয়ে অনেকের আস্থার নামও হয়েছিলেন।’

সাগর হুদা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপারম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেলসেলামি’।

সাগর হুদা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপারম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেলসেলামি’।

বান্নাহর পরিচালনায় ২০১৩ সালে প্রথম অভিনয় করেন সাগর হুদা। সর্বশেষ অভিনয় করেন ‘ও আমার বোন না’ শিরোনামের একটি নাটকে।সাগর হুদা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপারম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেলসেলামি’।