![নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ টিকা আসবে : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ টিকা আসবে](https://oporazoya24.com/wp-content/uploads/2021/09/Untitled-1-42-696x383.jpg)
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ করে করোনা ভাইরাসের টিকা দেশে আসবে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজে বাংলাদেশ ডেন্টাল সার্জন (বিডিএস) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি টিকা নিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে ক্লাস পরিচালনা করা হবে। তবে সংক্রমণ বেড়ে গেলে পুনরায় আমরা স্কুল-কলেজ বন্ধ করে দেব। করোনা সংক্রমণের ওপরে সব কিছু খোলা ও বন্ধ নির্ভর করে।
আরও পড়ুন সংক্রমণ আবারও বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে
তিনি গণটিকা কার্যক্রম প্রসঙ্গে বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। এখন থেকে প্রতি সপ্তাহে আমরা টিকা পাওয়ার শিডিউল পেয়েছি। আজকেও চীন থেকে ৫০ লাখ টিকা আসার একটা শিডিউল আছে। এ মাসে এমন চারটি শিডিউল রয়েছে। এখন থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ টিকা দেশে আসবে।