নতুন বাড়িতে প্রবেশ দীপিকা-রণবীরের

0
77
নতুন বাড়িতে প্রবেশ দীপিকা-রণবীরের
নতুন বাড়িতে প্রবেশ দীপিকা-রণবীরের

জন্মাষ্টমীর দিন নতুন গৃহে প্রবেশ করলেন দীপিকা-রণবীর। আলিবাগে ২২ কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। অবসর পেলে, কিংবা ছুটি কাটাতে ইচ্ছা হলেই চলে যাওয়া যাবে এই বাড়িতে। এটাই মুখ্য উদ্দেশ্য। তবে নতুন বাড়ি নিয়ে কিছুই বলেননি নায়ক-নায়িকা।

তবে রণবীরের ইনস্টাগ্রামে আরতি, নারকেল ফাটানোর ছবি প্রকাশ হয়। দু’হাত জড়ো করে বসে আছে রণবীর এবং দীপিকা। নিজের বাড়ি তৈরির স্বপ্ন থাকে অনেকেরই। সেই স্বপ্নের বাড়ি যখন বাস্তব রূপ নেয়, সেই অনুভূতি একদমই অন্য। রণবীরের ছবি বলে দিল সেই অনুভূতির কথাই। স্বপ্নের বাড়ির দরজা খুলে প্রবেশ করছেন স্বামী-স্ত্রী। ।

উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের সদস্যরাও। শাহরুখ, সলমন-সহ বলি তারকাদের অনেকেরই বাড়ি আলিবাগে। কিছু দিন আগে শাহরুখ খানের বাড়ির পাশেই ১১৯ কোটি টাকা দিয়ে বড় অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর সিংহ এবং তাঁর বাবা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বান্দ্রার সেই নতুন বাড়িতেই পরিবারকে নিয়ে থাকবেন রণবীর।

খবরঃ আনন্দ বাজার