দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েছে

0
80
দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েছে
দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েছে

সারা বিশ্বে করোনাভাইরাসে দৈনিক শনাক্তের সংখ্যা বেড়েছে। একই সাথে মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৯ হাজার ৮৯২ জনে।

নতুন করে ৭ লাখ ৩৯ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৮৭৮ জনে। এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ৩৮ হাজার ৬৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৭ কোটি ৭৯ লাখ ৬ হাজার ৪৯৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বজুড়ে করোনায় এযাবত শনাক্ত হয়েছে ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৯১১ জন। তাদের মধ্যে মারা গেছে ৬৪ লাখ ৮০ হাজার ১২৮ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৯৪৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে এক লাখ ৯৪ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৩১৭ জন। যুক্তরাষ্ট্রে নতুন করে শনাক্ত হয়েছে ৮০ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ৩৫৬ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১৯০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২৭৭ জন। মহামারির পর থেকে এ পযন্ত দেশটিতে মোট মারা গেছেন ৬ লাখ ৮৩ হাজার ১৩১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ৬০০ জন।

রাশিয়ায় একদিনে ৭২ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২৩১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৭৫৮ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ৯২ লাখ ২১ হাজার ৬০২ জন।

জার্মানিতে একদিনে শনাক্ত ৪৯ হাজার ২০১ জন এবং মারা গেছেন ১১৬ জন। এসময়ে যুক্তরাজ্যে শনাক্ত ৪ হাজার ৫৮৪ জন এবং মারা গেছেন ১০৭ জন।

তাইওয়ানে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮ জন এবং শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৫৭০ জন। এসময়ে অস্ট্রেলিয়ায় ৪৮ জনের মৃত্যু ও ১৫ হাজার ৯৪৫ জন শনাক্ত।

ইতালিতে একদিনে ১১২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৩৮৮ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় ৬৩ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ১৬৫ জন।