দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
26
জাতি
আজ শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে আজ সকালে দেশে ফিরেন।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ৫ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মদিনার মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। সেখানে আসরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন।