দেশে ফিরেই নারী ফুটবলারদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

0
48
দেশে ফিরেই নারী ফুটবলারদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
দেশে ফিরেই নারী ফুটবলারদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুরস্কারের অর্থ ছাড়াও যেসব খেলোয়াড়দের ঘরের প্রয়োজন, তাদের ঘর দেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া অন্য খেলোয়াড়দের কি অবস্থা সে ব্যাপারে খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।