দেশে করোনা ভাইরাসে আরও ৬ জনের মৃত্যু

0
35
দেশে করোনা ভাইরাসে আরও ৪ জনের মৃত্যু
দেশে করোনা ভাইরাসে আরও ৪ জনের মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯৮৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৭৬ জনের শরীরে।

করোনা ভাইরাস নিয়ে শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৪২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণেঃ

২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন এবং খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন রয়েছেন। মৃত ছয়জনের পাঁচ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি মারা যান।  

নারী ও পুরুষের হিসাবেঃ

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ ও ৪ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণেঃ

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,  মৃত ছয়জনের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।