সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। মঙ্গলবার (২০ জুলাই) ঈদের নামাজ আদায় করেন এসব জেলার মানুষ।
যেসব জেলায় আজ ঈদ উদযাপিত হচ্ছেঃ
সুরেশ্বর দরবার শরিফের অনুসারী শরীয়তপুরের ছয় উপজেলার ৫০টি গ্রামে, চাঁদপুরের হাজীগঞ্জের ৪০টি গ্রামে সাদ্রা দরবার শরিফের অনুসারীরা, চট্টগ্রামের মীর্জাখীল শরিফের অনুসারী ফরিদপুরের বোয়ালমারীর দুটি ইউনিয়নের ১৩টি গ্রামে, হজরত সুরেশ্বরীর (রহ.) ভক্ত ও অনুসারী মাদারীপুর জেলার ৩০ গ্রামে, দিনাজপুর সদর উপজেলাসহ ৫টি উপজেলায়, মৌলভীবাজারে প্রায় শতাধিক পরিবার, সুরেশ্বর পীরের অনুসারী পিরোজপুরের ৮ গ্রামের ৭ শতাধিক পরিবার, পঞ্চগড়ের সদর উপজেলায়, সুরেশ্বর দরবারের পীর ও সাতকানিয়া দরবার শরিফের অনুসারী ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ৩ হাজার মানুষ, নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।