এনটিভিতে দেশের লুকায়িত বিউটি এক্সপার্ট খোঁজার রিয়েলিটি শো ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’

0
65
এনটিভি’
এনটিভিতে দেশের লুকায়িত বিউটি এক্সপার্ট খোঁজার রিয়েলিটি শো ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’

সৌন্দর্য নারীর আত্মবিশ্বাস। এই সৌন্দর্য ফুটে উঠে নারীর সাজ সজ্জায়। এটিকে বৃদ্ধি করতে  প্রয়োজন একজন  এক্সপার্ট বিউটিশিয়ান। আর এই লুকায়িত বিউটি এক্সপার্ট খুঁজে বের করতে একসাথে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এনটিভি ও মমতাজ হারবাল প্রোডাক্টস।

বিউটি এক্সপার্ট খুঁজে বের করতে এনটিভিতে এবার এই প্রথম শুরু হচ্ছে রিয়েলিটি শো মমতাজ হারবাল প্রোডাক্টস প্রেজেন্টস ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাওরান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শারমিন লীনার উপস্থাপনায় আয়োজনে জানানো হয়েছে, ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন দেশের প্রখ্যাত বিউটি এক্সপার্ট ও পারসোনার ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান এবং হেয়ার এক্সপার্ট বান-থাই ও বারবার বিউটি সেলুন এর কর্ণধার কাজী কামরুল ইসলাম। এছাড়াও প্রতি পর্বে বিভিন্ন সেক্টরের একজন তারকা শিল্পী অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন।

এই আয়োজন প্রসঙ্গে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বলেন, ‘এনটিভি বরাবরই নতুন কিছুর সাথে আছে। বিউটি এক্সপার্ট খুঁজতে নতুন এই রিয়েলিটি শো আমাদের অন্য আয়োজনগুলোর মত দর্শক মনে সাড়া ফেলবে বলে আমি মনে করি।’

 আশফাক উদ্দিন আহমেদ
এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ

মমতাজ হারবাল প্রোডাক্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুস সাত্তার বলেছেন, ‘এই ধরনের রিয়েলিটি শো আমাদের দেশে আগে হয়েছে বলে আমি শুনিনি। এনটিভির সঙ্গে আমরা আগেও কাজ করেছি, নতুন এই শোতে আগের কাজের মত সাড়া পাব বলে আমি বিশাস করি।’

আব্দুস সাত্তার
মমতাজ হারবাল প্রোডাক্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুস সাত্তার

সংবাদ সম্মেলনে কানিজ আলমাস খান এই আয়োজনের প্রসঙ্গে বলেন, ‘সারা বিউটি এক্সপার্ট ছড়িয়ে আছে, সেখান থেকে সেরাদের খুঁজে বের করে তাঁদের সব ধরনের সহযোগিতা করতে চাই আমরা এই আয়োজনের মাধ্যমে। প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত করতে চাই দেশের এসব বিউটি এক্সপার্টদের।’

কানিজ আলমাস খান
প্রখ্যাত বিউটি এক্সপার্ট ও পারসোনার ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান

কাজী কামরুল ইসলাম বলেন, ‘দেশের বাইরে এমন অনেক আয়োজনে অংশ নিয়েছি, তখন মন খারাপ হত; আমাদের দেশে এমন আয়োজন হয় না কেন সে কারণে। আজ সেই মন খারাপ কিছুটা কমল এনটিভি আর মমতাজ হারবাল প্রোডাক্টসের সৌজন্যে।’

কাজী কামরুল ইসলাম

এনটিভির প্রযোজক নুরুদ্দীন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেত্রী ও উপস্থাপিকা আয়েশা খান। নুরুদ্দীন আহমেদ আয়োজনে জানিয়েছেন, ‘নতুন এই রিয়েলিটি শোটি আমরা চমক নিয়েই সাজাচ্ছি, আশা করি দর্শক উপভোগ করবেন লুকায়িত বিউটিশিয়ানদের প্রতিযোগিতা।’

এনটিভির প্রযোজক নুরুদ্দীন আহমেদ

আয়োজনে আরও জানানো হয়েছে, কয়েক ধাপে বিউটি এক্সপার্ট প্রতিযোগিতার মধ্য দিয়ে সিক্রেট বিউটি এক্সপার্ট নির্বাচন করা হবে। প্রতিটি ধাপে থাকবে নানা চমক। দেশ সেরা সিক্রেট বিউটি এক্সপার্টরা পাবেন আকর্ষনীয় পুরস্কার।

দেশের বিভিন্ন স্থানে লুকায়িত বিউটি এক্সপার্টদের প্রতিভার মূল্যায়ন এবং আধুনিক জীবনযাত্রায় সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য। সৌন্দর্য শিল্পে লুকায়িত বিউটি এক্সপার্টদের নান্দনিক শিল্পবোধ ও সৌন্দর্য বিষয়ে নানা অজানা তথ্য দর্শকের সামনে প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে বিউটি ইন্ডাস্ট্রিকে বিকশিত করা হবে নতুন এই রিয়েলিটি শোতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, মমতাজ হারবাল প্রোডাক্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুস সাত্তার, দেশের প্রখ্যাত বিউটি এক্সপার্ট ও পারসোনার ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান, হেয়ার এক্সপার্ট বান-থাই ও বারবার বিউটি সেলুন এর কর্ণধার কাজী কামরুল ইসলাম, এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ, এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুণ্ডুসহ এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ রিয়েলিটি- শোতে  অংশগ্রহনের নিয়মঃ 

  • আগামী ১লা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে।
  •  বয়সসীমা  ১৮ থেকে ৪০ বছর বয়সী
  • বাংলাদেশের যে কোন নারী-পুরুষ বিউটি এক্সপার্ট এই রিয়েলিটি শো তে অংশগ্রহণের সুযোগ পাবেন।
  • রেজিস্ট্রেশনের জন্য এখনই ‘নিজের করা ফেস ও হেয়ার’ ট্রিটম্যান্ট উপর যে কোন ২টি রেসিপি এবং মেকআপ এর উপর ২ মিনিটের ভিডিও গুগল ড্রাইভ লিংকসহ, আপনার নাম, ফোন নম্বর এবং 3R ছবি সহ পাঠিয়ে দিন ০১৭৮২-৫২০১৭৮ এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ই-মেইল করুন mumtaz.sbe@ntvbd.com ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.