দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘অশনি’

0
74
দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘অশনি’
দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘অশনি’

দুর্বল হয়ে পড়ছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’। আর বাড়েনি ঝড়টির গতি। কমেছে উপকূলের দিকে আগানোর মাত্রও।

বুধবার (১১ মে) সকালে এটি দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি সকালে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘অশনি’ র প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তাই সমুদ্র বন্দরে আগের মতোই দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত এবং নদী বন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অশনি ক্রমশ শক্তি হারাচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলের কাছে পৌঁছবে।

দেশটির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অশনি শেষ পর্যন্ত হয় সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, নতুবা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড় দুর্বল হলেও কলকাতাসহ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।