নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়ম খাতুন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
শনিবার (৭ মে) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।