করোনা ভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘ দেড় বছর পর সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই শুরু হয়েছে পাঠদান। ৫৪৪ দিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে শিক্ষাঙ্গন।
রাজধানীসহ সারাদেশের স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি মেনে রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে সশরীরে একাডেমিক কার্যক্রম।
রাজধানীর বিভিন্ন স্কুলের ফটক দিয়ে সকাল আটটার কিছু আগে দলে দলে শিক্ষার্থীরা প্রবেশ করছিল। এ সময় অনেকদিন পর দেখা হওয়া বন্ধু-সহপাঠীদের সাথে খোশগল্পে মেতে উঠেছে অনেকে। তাদের চেহারায় ছিল আনন্দের হাসি। অনেকটা উৎসবমুখর পরিবেশেই স্কুলগুলোতে শিক্ষার্থীরা প্রবেশ করছে।
স্কুলে প্রবেশের সময় মাস্ক আছে কিনা সেটি যাচাই, না থাকলে বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার দেয়া এবং শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এছাড়া শ্রেণীকক্ষের ভেতরেও সামাজিক দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশে সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল ২০২০ সালের ১৬ মার্চ। ১৮ এপ্রিল থেকে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। আজ দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলল।