দিল্লির আদালতে গুলি, পাল্টা গুলি ৪ জন নিহত

0
41
দিল্লির আদালতে গুলি, পাল্টা গুলি ৪ জন নিহত
দিল্লির আদালতে গুলি, পাল্টা গুলি ৪ জন নিহত

শুক্রবার দুপুরে ভারতে দিল্লির আদালতে গুলি, পাল্টা গুলি ৪ জন নিহত। এই দিন দিল্লির রোহিণী আদালতে নিয়ে আসা হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগীকে। তাকে নিশানা করে গুলি করে বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা। ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী নিহত হয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

গোগীকে নিয়ে যখন আদালত চত্বরে ঢোকে পুলিশ। তখনই তার উপর হামলা চালায় দুই দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলির মধ্যে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোগীর। পাল্টা পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী দুই দুষ্কৃতী।

আদালতে দুপক্ষের গোলাগুলির মধ্যে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতেই দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। গোলাগুলিতে সেখানে কর্মরত এক নারী আইনজীবীও আহত হয়েছেন।