দিনাজপুর সদরে আরও ৭ দিন লকডাউন

0
49

দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় রোববার (২০ জুন) জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

গত ১৫ জুন থেকে শুরু হওয়া প্রথম ধাপের ‘কঠোর লকডাউন’ চলার কথা ছিল সোমবার দিবাগত রাত পর্যন্ত। তবে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কারণে লকডাউন চলবে আগামী ২৮ জুন পর্যন্ত।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাদির হোসেন জানান, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে একটি আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। গড়ে প্রতিদিন ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। অথচ দিনাজপুর জেলায় গড়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রতি সপ্তাহে প্রায় এক হাজার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তাই কলেজে আরও একটি আরটি পিসিআর মেশিন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে নতুন মেশিনে নমুনা পরীক্ষা করা হবে।

এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন  দিনাজপুরের জেলা প্রশাসক ও কমিটির সভাপতি খালেদ মোহাম্মদ জাকির। 

বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাদির আলী, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. বিকে বোস।