দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত

0
35
দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত
দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত

যাত্রীবাহী বাস ও আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুর – গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে।

শুক্রবার ভোর ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরও ২৮ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন।

তিনি জানান, ভোরে চকরামপুর গ্রামে ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে ও বিপরীতমুখী আম বোঝাই করা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল কোচের সহযোগী নিহত হয়। পরে আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশুসহ ২ জন মারা যান। আহত অবস্থায় হাসপাতালে আহত ভর্তি রয়েছেন ২৮ জন।

ওসি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ শাহজাহান