দারাজসহ ১৩টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণামূলক নানা অফার দিয়ে বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
এ তালিকায় রয়েছে দারাজ অনলাইন শপিং, আলেশা মার্ট, সিরাজগঞ্জ শপ, কিউকম ডটকম, ধামাকা, আলাদিনের প্রদীপ, আনন্দের বাজার, ফাল্গুনি শপ ডটকম, ই-অরেঞ্জ, আদিয়ান মার্ট, থলে, দালাল প্লাস এবং ২৪ কেটি.কম।
প্রতিযোগিতা কমিশন জানায়, প্রতিষ্ঠানগুলো প্রতারণামূলক নানা অফার দিয়ে বাজারের পরিবেশ নষ্ট করছে। আর পরিবেশ নষ্ট করা প্রতিযোগিতা কমিশন আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণে প্রতিষ্ঠানটি স্ব-প্রণোদিত হয়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পেলেই ব্যবস্থা নেবে কমিশন।
প্রতিযোগিতা কমিশন আরও জানায়, নিজেদের ফেসবুক পেজ ও গণমাধ্যমে মাত্র ‘এক টাকায় গাড়ি’ মিলবে এমন প্রলোভন দিচ্ছে দারাজ। একইভাবে বাজার মূল্যের চেয়ে ৩৫ শতাংশ কমে মোটরসাইকেল বিক্রির অফার দিয়েছে আলেশা মার্ট। এই দুটি প্রতিষ্ঠান বিভিন্ন অফারের মাধ্যমে বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে। যা দণ্ডনীয় অপরাধ।
আনন্দের বাজার, দালাল প্লাস এবং থলে প্রতিষ্ঠান তিনটি ক্রেতাদের প্রলুব্ধ করতে মোটরবাইক ও ইলেকট্রনিক্স পণ্যে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের অফার দেয়। তারা বলে, অগ্রিম দাম পরিশোধের পর ২০ থেকে ৪০ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারির দেওয়া হবে। ই-কমার্স প্রতিষ্ঠানের এ ধরনের অফার বাজারে প্রতিযোগিতা নষ্ট করছে।
তাই কোম্পানিগুলো বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রাথমিকভাবে তদন্তের কাজ করা হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণ হলে প্রাথমিকভাবে কমিশন প্রতিষ্ঠানগুলোকে শুনানিতে ডাকাবে। শুনানিতে সঠিক জবাব না দিতে পারলে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর টার্নওভারের ১ থেকে থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত অর্থদণ্ডের শাস্তি রয়েছে।