শুরুর দিকে আলোড়ন সৃষ্টি করেছিল থ্রেডস কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে অ্যাপটির জনপ্রিয়তা। এমন খবরই দিয়েছেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ।
তিনি জানিয়েছেন, এরইমধ্যে থ্রেডসের অর্ধেকের বেশি গ্রাহক কমে গেছে।
চালু হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ব্যবহারকারী প্ল্যাটফর্মে পরিণত হয় থ্রেডস। আর তাতেই কাঁপন ধরে টুইটার বস ইলন মাস্কের বুকে। নানা হুমকি ধামকিও ছোড়া হয় থ্রেডসকে লক্ষ্য করে।
মেটা বস মার্ক জুকারবার্গ কর্মীদের সাথে আলোচনায় বলেছেন, যদি ১০০ মিলিয়ন মানুষ সাইন আপ করে তবে সেটা দারুণ ব্যাপার।
এমনকি অর্ধেক ব্যবহারকারীও যদি প্ল্যাটফর্মটি প্রতিনিয়ত ব্যবহার করে তবে সেটাও বেশ ভালো। কিন্তু থ্রেডসের ক্ষেত্রে আমরা এখনো এ অবস্থায় পৌঁছাতে পারিনি।
থ্রেডসের চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স জানিয়েছেন, থ্রেডসে ব্যবহারকারীদের ফেরাতে আকর্ষণীয় সব ফিচার যুক্ত করা হবে।
সূত্র: বিবিসি