তেলের দাম সমন্বয়ের ব্যাপারে সিদ্ধান্ত ‘কাল-পরশুর মধ্যে’ 

0
67

আগামী দুই-একদিনের মধ্যেই দাম সমন্বয়ের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জ্বালানির দাম সহনীয় পর্যায়ে আনতে রোববারই ডিজেলের আমদানি শুল্ক ও আগাম কর কমিয়েছে সরকার। এর ফলে একটা ধারণা হয়েছিল, ডিজেলের দাম কমানোরও একটা সিদ্ধান্ত আসবে।

সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এখন মূল্য সমন্বয় করতে হলে সরকারকে জ্বালানি তেলে ভর্তুকি বাড়াতে হবে।

তিনি বলেন, ‘যখন ১১৪ টাকা ছিল ডিজেল, তখন ৮ টাকার ওপরে ভর্তুকি ছিল। এখন হয়তো সেই জায়গাটা আরো বাড়বে। কিন্তু তারপরও এটা (আমদানি শুল্ক ও কর) রিডিউস (কম) করাতে দাম কতটা অ্যাডজাস্ট হবে সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই।’ ‘হয়তো কাল-পরশুর মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নেব,’ বলেন তিনি। মূল্য সমন্বয়ের বিষয়ে এখনো যাচাই-বাছাই চলছে।

তবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জ্বালানি তেলের দাম কমবে সরাসরি এমন আভাস দেননি। কিন্তু আগামী দুয়েকদিনের মধ্যেই এ বিষয়ে সরকার সিদ্ধান্ত জানাতে পারবে বলে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী। এখন এনবিআর শুল্ক ও কর কমানোর ফলে যেহেতু ডিজেলের আমদানি ব্যয় কমবে, সে কারণে জ্বালানি তেলের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে।