তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘নজরুল উৎসব’

0
32
তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘নজরুল উৎসব’
তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘নজরুল উৎসব’

বাংলাদেশ ও ভারতের অর্ধশতাধিক শিল্পীর সম্মিলনে গুলশান সোসাইটি লেক পার্কে তৃতীয়বারের মতো শুরু  হয়েছে দুই দিনের ‘নজরুল উৎসব ২০২৪’।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দুই দেশের একঝাঁক খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী। গানের সঙ্গে নাচের নান্দনিকতা ও কবিতার শিল্পিত উচ্চারণে বেড়েছে উৎসবের বর্ণাঢ্যতা। রয়েছে প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও নৃত্যশিল্পীদের পরিবেশনা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃজনকর্মের চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, তার সংগীতের আদি সুর ও বাণী নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার তৃতীয় উৎসবের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। সংক্ষিপ্ত কথন পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি সচিব খলিল আহমদ, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, লেখক ও গবেষক মফিদুল হক এবং গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ওমর সাদাত।

শুভেচ্ছা বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক খায়রুল আনাম শাকিল। উদ্বোধনী পর্বে শুদ্ধসুর ও বাণীতে গীত নজরুলের ১২৫টি গান উন্মুক্ত করা হয় ইউটিউবে। পেশাদারী যন্ত্রানুষঙ্গসহ রেকর্ডকৃত এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অবস্থানরত শিল্পীরা।