যাদবপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। তার নিকটতম প্রতিদ্বন্দী, বিজেপির জাতীয় স্তরের তাত্ত্বিক নেতা অনির্বান গাঙ্গুলি। গতবার এই কেন্দ্রে জিতে সাংসদ হয়েছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, ভাঙড়, যাদবপুর ও টালিগঞ্জ। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২ হাজার ২৩৪ জন। যাদবপুর কেন্দ্রের ২১.৪ শতাংশ মুসলিম ভোটার।
এ পর্যন্ত গণনার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ৩২৯০৩ ভোটে এগিয়ে।
কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সায়নী ঘোষ পেয়েছেন ৯১৭৫২ ভোট, অনির্বাণ গঙ্গোপাধ্যায় পেয়েছেন ৫৮৮৪৯ এবং সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২৭৫৫২ ভোট।