ঢাকার গাবতলী সংলগ্ন আমিন বাজারের কয়লারঘাটে তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় দুই শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে পাঁচজন।
শনিবার (০৯ অক্টোবর) সকাল ১১টায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ ট্রলারটি ডুবে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের পরিচয় শনাক্ত হয়নি।