তীব্র গরমে বেড়েছে হাসপাতালে রুগীর চাপ

0
32
তীব্র গরমে বেড়েছে হাসপাতালে রুগীর চাপ
তীব্র গরমে বেড়েছে হাসপাতালে রুগীর চাপ

দেশে চলমান তাপদাহে সীমাহীন দুর্ভোগে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। গরমের তীব্রতা বেড়েই চলছে। একই সাথে হাসপাতালগুলোতে রুগীর চাপে পা ফেলানোর ঠাই নাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ

দেশজুড়ে তাপপ্রবাহের মধ্যে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার ও সেবিকারা।

অপরাজয়া২৪-এর প্রতিনিধি জানান আউটডোরে গত কয়েকদিনে রোগীর সংখ্যা বেড়েছে গড়ে তিন থেকে চারশ। জ্বর-সর্দি, গলাব্যাথা, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন। এর বেশিরভাগই শিশু।

সারাদেশ থেকে রোগী আসার ফলে রোগীর চাপ বেড়েছে অধিক। আবার অনেকে দ্রুত চিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চলে যাচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে রোগী ও রোগীর স্বজনদের।

সিট না পেয়ে বারান্দায় শুয়ে আছেন অনেক রোগী। হাসপাতালে লিফটের জন্য অপেক্ষা করতে হচ্ছে ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত। আই সি ইউ তে রুগী অনুযায়ী সিট কম থাকায় চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।

প্রতিবেদকঃ আল মুজাহিদ বিদ্যুৎ