মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের জেরে দেশটির চারদিকে ‘নজিরবিহীন’ সামরিক মহড়া চালাচ্ছে চীন।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে, তাইওয়ানকে ঘিরে সাগরের ছয়টি জায়গায় তাজা গোলাবারুদ ব্যবহার করে এ মহড়া চালাচ্ছে চীন। স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া এই মহড়া ৭ আগস্ট (রোববার) একই সময় শেষ হবে।
যে ছয়টি এলাকায় এই চীনা মহড়া চলছে তার তিনটি পড়েছে তাইওয়ানের উপকূল থেকে ১২ মাইলের সমুদ্রসীমার ভেতরে এবং এ ব্যাপারটি নজিরবিহীন।
তাইওয়ান বলছে, এই মহড়াগুলো জাতিসঙ্ঘের নিয়ম লঙ্ঘন করেছে। তার আঞ্চলিক স্থান আক্রমণ করেছে এবং তার আকাশ ও সমুদ্র অবরোধ করেছে।
এর আগে বুধবার পেলোসি সফর শেষ করে বিকেলে বেইজিংয়ের উদ্দেশ্যে দেশত্যাগ করার পর রাতে দেশটির স্বঘোষিত আকাশ-প্রতিরক্ষা সীমার ভেতরে ঢুকে পড়ে ২৭টি চীনা যুদ্ধবিমান। এর মধ্যে ২২টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। এগুলোকে সাবধান করতে তাইওয়ানও তাদের জেট ওড়ায়।