দেশে ফিরলেন নারীদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ নানা বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রিত্ব হারানো ডা. মুরাদ হাসান। কানাডায় ঢুকতে না পেরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গিয়েও প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
রোববার বিকেল ৪.৫২ মিনিটে ডা. মুরাদ হাসানকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে বলে জানা গেছে। তবে, এ বিষয়ে ইমিগ্রেশন থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দেশ রূপান্তর।
জানা গেছে, আজ সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ফেরার কথা ছিল ডা. মুরাদের। কিন্তু তিনি দুবাই রয়ে গেছেন। এর আগে দুবাইয়ের ভিসা পেতে শহরটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন বলেও জানা যায়।
সাবেক এ প্রতিমন্ত্রী দুবাই থেকে দেশে ফিরতে এমিরেটস এয়ারলাইনসের ঢাকাগামী একটি ফ্লাইটের টিকিট কাটেন। গতকাল শনিবার রাত ১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। ইকে-৫৮২ ফ্লাইটটি আজ সকাল ৭টা ৫৬ মিনিটে বাংলাদেশে অবতরণ করে। সকাল ১০টার মধ্যে এ বিমানের যাত্রীদের ইমিগ্রেশন শেষ হয়। ফ্লাইটে ডা. মুরাদ ছিলেন না।
এদিকে, ডা. মুরাদ হাসানের দেশে ফেরা ঠেকাতে বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। বিমানবন্দর এলাকার মূল ফটকের বাইরের সড়কে নিজেদের আওয়ামী লীগের কর্মী দাবি করে মুরাদকে রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন।