ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ থেকে সিনোফার্মের টিকাদান

0
40

শনিবার (১৯ জুন) থেকে ঢামেক এ  সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে। তবে এই টিকা পাবেন ঢাকা মেডিক্যাল কলেজ ও নার্সিংয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ জুন) রাতে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, শনিবার জরুরি বিভাগের নিচে আন্ডারগ্রাউন্ডে চীনের উপহারের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু করা হবে। তবে প্রথমে ঢামেকের শিক্ষার্থী এবং পরে ধারাবাহিকভাবে নার্সিংয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে।

তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের শনিবার থেকেই এ টিকা দেওয়া শুরু করা হবে। হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কাজ অব্যাহত ছিল। পাশাপাশি সকাল থেকে চীনের উপহারের  টিকাগুলো দেওয়া শুরু হবে।

এ টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে ৪ সপ্তাহ।