ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা অনুষদের (গ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
এতে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ২৮৯ জন। পাসের হার ১৪.৩০ শতাংশ। ফেল করেছেন ৮৫.৭০ শতাংশ শিক্ষার্থী। এই ইউনিটে আসন সংখ্যা ৯৩০। পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৯৯৭ জন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন৷