ঢাকা বিভাগীয় (স্বাস্থ্য সেবা) মাসিক সভা গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। মাসিক এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডাঃ মোঃ ফরিদ হোসেন মিঞা।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের “জয়ধ্বনি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, ডাঃ রওশন জাহান আক্তার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও স্বাচিবের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী শফিকুল আলম, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ নিয়াজ মোহাম্মদ, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জিল্লুর রহমান, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জিবিতেষ বিশ্বাস, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ হুমায়ূন কবির, ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, গোপালগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল ফারুকী।
গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাকিবুর রহমানের সঞ্চালনায় মাসিক এ সভায় ঢাকা বিভাগীয় ১৩ জেলার সিভিল সার্জন, ৯জন তত্ত্বাবধায়ক সহ বিভিন্ন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা বিভাগীয় (স্বাস্থ্য বিভাগ) পরিচালক সকল ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বজন প্রীতিমুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালন করে স্বাস্থ্য খাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে সকালে ঢাকা বিভাগীয় (স্বাস্থ্য বিভাগ) পরিচালক ডাঃ মোঃ ফরিদ হোসেন মিঞা ও তাঁর সহধর্মিনী স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ রওশন জাহান গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছালে সেখানে তাদেরকে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ জিল্লুর রহমান ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আবু বক্কার গোপালগঞ্জঃ প্রতিনিধি