ঢাকা টেস্ট শেষ হলেই টিকা পাবেন তামিমরা

0
37
জাতীয় দলের ক্রিকেটার

নিউজিল্যান্ড সফরের আগে জাতীয় দলের ক্রিকেটারদের কভিড-১৯ টিকা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বৃহস্পতিবার জানা গেল, নিউজিল্যান্ডের বিমান ধরার আগে কভিডের টিকা দেওয়া হবে ক্রিকেটারদের। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, ঢাকা টেস্ট শেষ হলেই টিকা নেবেন ক্রিকেটাররা। সরকারি প্রক্রিয়ায় বোর্ড থেকেই টিকার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাপসে টিকার জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে তালিকা পাঠিয়ে নিবন্ধন করতে হবে খেলোয়াড়দের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ নিয়ে কথাও বলেছেন। খেলা চলায় টিকা দিতে যা একটু দেরি।

তবে ওয়ানডে এবং টি২০ দলের যে ক’জন ম্যাচে নেই বিসিবি চাইলে আগেই টিকা নিতে পারতেন। সেক্ষেত্রে টিকার দ্বিতীয় ডোজ নির্ধারিত সময়ে দেওয়া নিয়ে জটিলতা দেখা দেবে হয়তো। এ কারণেই সবাইকে একসঙ্গে টিকা দেওয়ার পরিকল্পনা।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘টেস্ট ম্যাচ শেষ হলে খেলোয়াড়দের কয়েক দিন ছুটি দেওয়া হবে। টিকা নেওয়ার পর বিশ্রাম পাবে তারা। নিউজিল্যান্ড থেকে ফিরে নেবে টিকার দ্বিতীয় ডোজ।’

প্রথম ডোজের এক মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ার নিয়ম। বাংলাদেশ দল বিমান ধরতে পারে ২৪ ফেব্রুয়ারি। তিন ম্যাচ ওয়ানডে এবং তিন ম্যাচ টি২০ সিরিজ শেষ করতে এপ্রিল হয়ে যাবে। ১ এপ্রিল খেলবে শেষ টি২০ ম্যাচ। সেক্ষেত্রে মাহমুদুল্লাহদের টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে এক মাসের কিছু দিন পর।