ঢাকা কলেজে গিটার, হারমোনিয়াম ও তবলা উপহার

0
220
ঢাকা কলেজে গিটার, হারমোনিয়াম ও তবলা উপহার
ঢাকা কলেজে গিটার, হারমোনিয়াম ও তবলা উপহার

ঢাকা কলেজ মিউজিক স্কুলে মমতাজ হারবাল প্রডাক্টস এর পক্ষ থেকে অ্যাকোস্টিক গিটার, বক্স হারমোনিয়াম ও তবলা উপহার দেওয়া হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকালে ঢাকা কলেজ মিউজিক স্কুলে মমতাজ হারবাল প্রডাক্টস এর পক্ষ থেকে এসব সামগ্রী দেওয়া হয়।

এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বক্স হারমোনিয়াম ও তবলা বাজিয়ে সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ, উপধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন, সাধারণ সম্পাদক ড. কুদ্দুস সিকদার।

আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ মিউজিক স্কুলের আহ্বায়ক প্রফেসর বিথিয়া সঞ্চিতা সমাদ্দার, সহযোগী অধ্যাপক ড. মুক্তা সাহা (সদস্য), সহকারি অধ্যাপক জনাব আফরোজা পারভিন (সদস্য), সহকারি অধ্যাপক জনাব রুনা লায়লা (সদস্য), সহকারি অধ্যাপক জনাব তানিমা ইসলাম (সদস্য) এবং সহকারি অধ্যাপক জনাব শ্রাবলী ধর (সদস্য) অনেকে