টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটির লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটে লাইনচ্যুতের এ ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরের দিকে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। টাঙ্গাইল রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। ফলে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।