ঢাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প

0
35
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আজ সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা ও আশপাশের জেলায় ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার সকাল ৯টা ২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি, ভূ-সমতাল থেকে ১০ কিলোমিটার গভীরে।

ওই এলাকা ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, টেকনাফ থেকে ৩১৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বরিশাল থেকে ৩৪৯ কিলোমিটার দক্ষিণে।

দেশের দক্ষিণাঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাতেও কম্পন অনুভূত হয়েছে।