ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ফাইট নাইট ৩.০  চ্যাম্পিয়নশিপ’

0
26
ফাইট নাইট ৩.০ 
ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ফাইট নাইট ৩.০  চ্যাম্পিয়নশিপ’

দেশের বিভিন্ন জেলা থেকে মিক্স মার্শাল আর্ট প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত গেল ঢাকা ফাইট নাইট ৩.০  চ্যাম্পিয়নশিপ।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর আজিমপুর ২৭ নম্বর ফিল্ড মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণনে ১১ দলের প্রতিযোগিরা।

এ সময় এমএমএর খেলা উদ্বোধন করেন বাংলাদেশের প্রথম ব্ল্যাক বেল্ট বিজয় আওলাদ হোসেন জুডো। উপস্থিত ছিলেন আরবিএফসি চেয়ারম্যান হাবিবুল্লাহ পারভেজ, ব্যবসায়ী বদিউল  আলম সুইট ও মোহাম্মদ আলী আজগরসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, বিশ্বে এমএমএ অনেক জনপ্রিয় একটি খেলা। ২০১৫ সাল থেকে ফাইটারদের নিয়ে কাজ করছেন তারা। তাদের লক্ষ্য বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে ফাইটার তৈরি করা। ঢাকা ফাইট নাইট ৩.০  চ্যাম্পিয়নশিপ থেকে ৩ জন নিউজিল্যান্ড যাবে বলে জানান তারা।

খেলায় অংশ গ্রহণ করেন, সানী, সাইফুল, মঈন, তারেক, আফার, রিমন, হুড়াইরা, সামির,টোবা, রাখি তালুকদার, হাফিজুর, নয়ন, রাকিব,সিয়াম, অরফা, নাদিম, মেহেদী হাসান,সাবিত হোসাইন, হোসাইন, শাহিদ, মানজুর, প্রটুল প্রমুখ।